বিক্ষোভে অংশ নেয়ার কারণে মিয়ানমারের জনপ্রিয় মডেল, অভিনেতার তিন বছরের জেল

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১

বিক্ষোভে অংশ নেয়ার কারণে মিয়ানমারের জনপ্রিয় মডেল, অভিনেতার তিন বছরের জেল

সামরিক অভ্যুত্থান বিরোধী গণবিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে মিয়ানমারের জনপ্রিয় মডেল ও অভিনেতা পাইং তাখোন’কে তিন বছরের জেল দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার রয়েছে কমপক্ষে ১০ লাখ ভক্ত। তিনি অনলাইনে সামরিক জান্তার বিরুদ্ধে নিন্দা জানাতে ছিলেন সোচ্চার। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
নেত্রী অং সান সুচির নির্বাচিত সরকারকে এ বছর ১লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করে তাকে বন্দি করে সামরিক জান্তা। কেড়ে নয় সব ক্ষমতা। বাতিল করে দেয় ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচন। ওই নির্বাচনে ভূমিধস জয় পান সুচি ও তার দল এনএলডি।

এরপর নতুন সরকারের শপথ অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে ওই অভ্যুত্থান ঘটায় সেনাবাহিনী। তারপর থেকে তারা বিরোধী দল ও সামরিক জান্তার বিরোধী পক্ষকে নৃশংস উপায়ে দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রতিবাদ বিক্ষোভ থেমে নেই। এতে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে এপ্রিলে মডেল তাখোনের বাড়ি ভোর ৫টায় ঘিরে ফেলে প্রায় ৫০ জন সেনা সদস্য। তারা আটটি ট্রাকে করে তার বাড়ির সামনে যায়। তাখোনের বোনের এক ফেসবুক পোস্টে এ কথা বলা হয়েছে। তাখোনের আইনজীবী খিন মুয়াং মিন্ট বলেছেন, তাকে কঠোর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা বিবেচনা করছে তার পরিবার।

পাইং তাখোন অনেক বিক্ষোভে অংশ নেয়ার পাশাপাশি ক্ষমতাচ্যুত ও গণতান্ত্রিক নেত্রী অং সান সুচির অনেক ছবি পোস্ট করেছেন অনলাইনে। ওদিকে এর আগেই ভিন্নমতাবলম্বীদের মধ্যে উস্কানি দেয়া এবং করোনাভাইরাসের বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে সুচিকে চার বছরের জেল দিয়েছে জান্তা সরকার। পাইং তাখোনের কাছে আইকন হলেন সুচি। তাকে ক্ষমতাচ্যুত করার পর তিনি অনলাইনে একটি পোস্ট দিয়েছিলেন। এতে তাখোন লিখেছেন, সামরিক অভ্যুত্থানের কড়া নিন্দা জানাই। স্টেট কাউন্সেলর অং সান সুচি, প্রেসিডেন্ট উইন মিন্ট, বেসামরিক সরকারের মন্ত্রী এবং পার্লামেন্টের নির্বাচিত সদস্যদের অবিলম্বে মুক্তি দাবি করি। ২০২০ সালে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে সম্মান দেখানোর দাবি জানাই। একই সঙ্গে দাবি জানাই এনএলডির নেতৃত্বে পার্লামেন্টে একটি নতুন বেসামরিক সরকার।

ইনস্টাগ্রামের একাউন্টে তাখোনের আছে কমপক্ষে ১০ লাখ অনুসারী। কিন্তু তাকে গ্রেপ্তারের পর পরই ওই একাউন্ট ও ফেসবুকের একাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।