টফি অ্যাপে তুর্কি সিরিজ

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২২

টফি অ্যাপে তুর্কি সিরিজ

ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফরম টফি নিয়ে আসছে ইতিহাস ভিত্তিক তুর্কি ড্রামা সিরিজ ‘দ্য গ্রেট সেলজুক’। ৯ই জানুয়ারি থেকে টফিতে দর্শকরা বাংলায় জনপ্রিয় এ সিরিজটি উপভোগ করতে পারবেন। সেলজুক সাম্রাজ্যের উত্থান পর্ব ঘিরে সাজানো হয়েছে সিরিজটির কাহিনী। সেলজুকদের সঙ্গে রোমানদের দ্বন্দ্ব-সংঘাতের ঘটনাবহুল পর্ব দেখা যাবে সিরিজটির গল্পে।
সুলতান মালিক-শাহ্‌ এর ভূমিকায় অভিনয় করেছেন তুর্কি তারকা বুগরা গুলসয়। সুলতানপুত্র আহমেদ সাঞ্জারকে পর্দায় ফুটিয়ে তুলেছেন একিন কোচ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সেভদা এরগিনসি, লেয়লা ফেরে প্রমুখ।