উদ্ধারে আকুতি শরণার্থীদের- শিশুর তিলাওয়াতে মুগ্ধ বাইডেনের দূত

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২২

উদ্ধারে আকুতি শরণার্থীদের- শিশুর তিলাওয়াতে মুগ্ধ বাইডেনের দূত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইনের ঢাকা সফরের রেশ এখনো কাটেনি। ১৭-২০শে এপ্রিল বাংলাদেশে ছিলেন তিনি। চারদিন চষে বেড়িয়েছেন রাজধানীসহ দেশের বিভিন্ন শহর। সফরে উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন মিয়ানমার সীমান্তবর্তী জেলা কক্সবাজারে। যেখানে বাস্তুচ্যুত ১০ লাখের অধিক মিয়ানমার নাগরিকের অস্থায়ী বাস। তিনি তাদের সঙ্গে মতবিনিময় করেন। তাদের মুখেই শুনেন বর্মী বর্বরতার নিষ্ঠুর সব বয়ান। কেবল রোহিঙ্গা মুসলিমই নন, মিয়ানমারের রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হিন্দু সমপ্রদায়ের নারী-পুরুষ যারা নির্মমতার কষাঘাত থেকে প্রাণে বাঁচতে আন্তর্জাতিক সীমানা পাড়ি দিতে বাধ্য হয়েছেন তাদের কথাও শুনেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ