ঢাকা ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২২
জাতিসংঘে রাশিয়ার বিপক্ষে আনা প্রস্তাবে ভোট দেয়া থেকে ফের বিরত থাকলো বাংলাদেশ। গত সোমবার (১৪ই নভেম্বর) জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে পাস হওয়া ওই প্রস্তাবে ইউক্রেনে আগ্রাসনের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দেশটিকে জবাবদিহি করার আহ্বান জানানো হয়েছে। তাছাড়া, যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ইউক্রেনকে ক্ষতিপূরণ দিতে রাশিয়াকে বাধ্য করার কথাও তাতে বলা হয়েছে।
আল জাজিরা জানাচ্ছে, সোমবারের ভোটাভুটিতে জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে মোট ৯৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ৭৩টি দেশ ভোটদানে বিরত ছিল। শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর জানাচ্ছে, এদিন রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়া থেকে বিরত ছিল দক্ষিণ এশিয়ার দেশ- ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান সহ অনেক দেশ। এ ছাড়া, ইসরাইল এবং ব্রাজিলও ভোটদানে বিরত ছিল।
অন্যদিকে, মোট ১৪টি দেশ রাশিয়ার বিরুদ্ধে আনা ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে: বেলারুশ, চীন, কিউবা, উত্তর কোরিয়া, ইরান, রাশিয়া ও সিরিয়া।
উপদেষ্টা সম্পাদক :ড. আজিজুল আম্বিয়া।
আইন উপদেষ্টা:ব্যারিস্টার শেখ সামিউল ইসলাম জুয়েল।
প্রধান সম্পাদক: সাবিনা আক্তার।
সম্পাদক: শরীফ আহমেদ।
নির্বাহী সম্পাদক:আব্দুল হাকিম রুবেল।
ম্যানেজিং এডিটর: কাজী আমিনা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: রহমানিয়া ইন্টা:কমপ্লেক্স(তৃতীয় তলা) টয়েনবি সার্কুলার রোড,মতিঝিল ঢাকা -১০০০।
ইমেইল:info@dailyjanapodprotidin.com
মোবাইল:০১৭১০০৩৯৭৬০
Design by Raytahost