ঢাকা ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৩
কালোবাজারির দখলে স্বপ্নের ট্রেনের টিকিট এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর অভিযোগ তদন্তে ‘স্বপ্রণোদিত’ হয়ে মামলা করেছেন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মামলায় ‘সহজ ডটকমের’ অফিসার হাসিবুল ও তার দুই সহযোগীকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ তদন্ত করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে র্যাব-১৫ কে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১৭ ডিসেম্বর) কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা মামলাটি দায়ের করেন।
সিজিএম কোর্টের প্রশাসনিক কর্মকর্তা আশেক এলাহী শাহজাহান নূরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা-কক্সবাজার-ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেসের’ রেলের টিকিট কয়েক মিনিটের ব্যবধানে শেষ হয়ে যাচ্ছে। কাউন্টার কিংবা অনলাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে টিকিট পাচ্ছে না যাত্রীরা। এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি করেন।
মামলায় ট্রেনের টিকিট কোথায় যাচ্ছে, কোনো সিন্ডিকেট আগে থেকে ক্রয় করছে কি না এবং এর সাথে কারা কারা জড়িত তা তদন্ত করে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে র্যাব-১৫ কে দায়িত্ব দেওয়া হয়েছে।
র্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, আদালতের আদেশটি এখনও হাতে পৌঁছেনি। মামলাটি পেলে তদন্ত করবে প্রতিবেদন দেওয়া হবে।
তথ্য মতে, গেল ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে বাণিজ্যিকভাবে যাত্রীবাহী কক্সবাজার এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হয়। প্রথম দিন থেকে ট্রেনের টিকিট না পাওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে কালোবাজারিদের দখলে স্বপ্নের রেলের টিকিট গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর ১৭ ডিসেম্বর আদালত স্বপ্রণোদিত হয়ে সহজ ডটকমের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি করেন।
কক্সবাজার আইকনিক রেল স্টেশনের সহকারী মাস্টার আতিকুর রহমান বলেন, অনলাইনে টিকিট বিক্রি হয়। আমাদের কোনো হাত নেই। তবে, যার টিকিট তার ভ্রমণ নিশ্চিত করা গেলে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। আমাদের কোনো কর্মকর্তা জড়িত নেই। তবে কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
উপদেষ্টা সম্পাদক :ড. আজিজুল আম্বিয়া।
আইন উপদেষ্টা:ব্যারিস্টার শেখ সামিউল ইসলাম জুয়েল।
প্রধান সম্পাদক: সাবিনা আক্তার।
সম্পাদক: শরীফ আহমেদ।
নির্বাহী সম্পাদক:আব্দুল হাকিম রুবেল।
ম্যানেজিং এডিটর: কাজী আমিনা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: রহমানিয়া ইন্টা:কমপ্লেক্স(তৃতীয় তলা) টয়েনবি সার্কুলার রোড,মতিঝিল ঢাকা -১০০০।
ইমেইল:info@dailyjanapodprotidin.com
মোবাইল:০১৭১০০৩৯৭৬০
Design by Raytahost