ঢাকা ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩
রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় আটক ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) মামলা দায়ের পর তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করে র্যাব-১।
র্যাব-১ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরে পর গ্রেপ্তার ৯ জনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও র্যাব-১ এর যৌথ অভিযানে ৯ জনকে আটক করা হয়।
এরও আগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, ট্রেনে আগুন লাগার ঘটনায় বেশকিছু ক্লু ও নাম পেয়েছি। অনেকেই শনাক্ত করা হয়েছে। যাদের কেউ কেউ বিরোধীদলের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের মধ্যে ভাসমান ব্যক্তিও রয়েছে।
এদিকে হরতাল-অবরোধে ট্রেনে আগুন জ্বালিয়ে নাশকতাকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নিরাপত্তা পেট্রোল প্রস্তুত রাখা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
উপদেষ্টা সম্পাদক :ড. আজিজুল আম্বিয়া।
আইন উপদেষ্টা:ব্যারিস্টার শেখ সামিউল ইসলাম জুয়েল।
প্রধান সম্পাদক: সাবিনা আক্তার।
সম্পাদক: শরীফ আহমেদ।
নির্বাহী সম্পাদক:আব্দুল হাকিম রুবেল।
ম্যানেজিং এডিটর: কাজী আমিনা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: রহমানিয়া ইন্টা:কমপ্লেক্স(তৃতীয় তলা) টয়েনবি সার্কুলার রোড,মতিঝিল ঢাকা -১০০০।
ইমেইল:info@dailyjanapodprotidin.com
মোবাইল:০১৭১০০৩৯৭৬০
Design by Raytahost