ঢাকা ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৩
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যেই নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। সারা দেশে নির্বাচনের প্রচারণা এখন তুঙ্গে। বিএনপি সহ কয়েকটি বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও এই নির্বাচন অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এবার বেশি উৎসবমুখর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। অন্তত ২০০টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছে বলে সারা দেশের নির্বাচন পর্যবেক্ষণকারী বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের তথ্য থেকে জানা গেছে। আর এরকম একটি বাস্তবতায় আওয়ামী লীগের অন্তত এক ডজন হেভিওয়েট প্রার্থী এবার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তারা আওয়ামী লীগের বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের কাছে ধরাশায়ী হতে পারেন বা তাদের জয়ী হওয়ার জন্য কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন।
আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে যে, কাউকে জিতিয়ে আনার দায়িত্ব আওয়ামী লীগ নেবে না। কোনো হেভিওয়েট প্রার্থী যদি নির্বাচনে নিজের যোগ্যতায় জয়ী হতে না পারে তাহলে তার পরাজয়ের দায়িত্ব তাকেই নিতে হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বেশ কিছু আসনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের শোচনীয় পরাজয় হতে পারে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
যে সমস্ত নির্বাচনী আসনে আওয়ামী লীগের প্রার্থীরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন তার মধ্যে রয়েছে; আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ। তিনি ফরিদপুরের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই আসনে স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর সঙ্গে তার হাড্ডাহাড্ডি চ্যালেঞ্জিং লড়াইয়ের সম্ভাবনা ক্রমশ স্পষ্ট হচ্ছে।
ফরিদপুরের আরেকটি আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমানের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের এই হেভিওয়েট নেতাও চ্যালেঞ্জের মুখে পড়েছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়ামের আরেক সদস্য কর্নেল (অব.) ফারুক খান গোপালগঞ্জের একটি আসনে চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এই আসনে তার জয়ী হতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে বলেও বিভিন্ন সূত্র গুলো জানাচ্ছে।
মাদারীপুরে একটি আসন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুস সোবহান গোলাপ স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এই আসনটিতেও তাকে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। চাঁদপুরের একটি আসনে শিক্ষামন্ত্রী দীপু মনিও শক্তিশালী চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এই আসনে দীপু মনিকে জয়ী হতে হলে কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে বলে অনেকেই ধারণা করছেন। এছাড়া ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সানজিদা খানমের আসনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী চোখ রাঙাচ্ছেন। এইভাবে হিসেব করে দেখা গেছে যে অন্তত ২৫টি আসনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ প্রার্থীরা আগামী ভোটে কঠিন পরীক্ষার মুখোমুখি হবেন এবং এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারবেন কি না তা নির্ভর করবে ৭ জানুয়ারি ভোটের ওপর। তবে ১২টি আসনে আওয়ামী লীগের পরিচিত গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন যারা এখন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আছেন। তাদের জয় নিয়ে তৈরি হচ্ছে বড় ধরনের অনিশ্চয়তা।
উপদেষ্টা সম্পাদক :ড. আজিজুল আম্বিয়া।
আইন উপদেষ্টা:ব্যারিস্টার শেখ সামিউল ইসলাম জুয়েল।
প্রধান সম্পাদক: সাবিনা আক্তার।
সম্পাদক: শরীফ আহমেদ।
নির্বাহী সম্পাদক:আব্দুল হাকিম রুবেল।
ম্যানেজিং এডিটর: কাজী আমিনা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: রহমানিয়া ইন্টা:কমপ্লেক্স(তৃতীয় তলা) টয়েনবি সার্কুলার রোড,মতিঝিল ঢাকা -১০০০।
ইমেইল:info@dailyjanapodprotidin.com
মোবাইল:০১৭১০০৩৯৭৬০
Design by Raytahost