নির্বাচনকে ‘একতরফা’ আখ্যা দিয়ে লালকার্ড প্রদর্শন

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৩

নির্বাচনকে ‘একতরফা’ আখ্যা দিয়ে  লালকার্ড প্রদর্শন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘একতরফা’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন করেছে গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গানে গানে ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন কর্মসূচি’ পালন করা হয়। বিকেল ৩টায় বিজয়নগর মোড় সংলগ্ন আলরাজি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে কবি নজরুলের গানে গানে মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন, জিরো পয়েন্ট, জাতীয় প্রেস ক্লাব ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয়।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেন, তপশিলের শুরু থেকেই আমরা বলে আসছি- আমরা নিরপেক্ষ সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। একতরফা নির্বাচন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক বিপর্যয়সহ সামগ্রিক বিপর্যয় ডেকে আনবে। তাই আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করেছি, জনগণকেও প্রত্যাখ্যান করার আহ্বান জানাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ