ঢাকা ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪
মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) রাতে মৌলভীবাজারের রিটার্নিং অফিসার ড. উর্মি বিনতে সালাম তাকে বেসরকারিভাবে ভোটে বিজয়ী ঘোষণা করেন।
মোহাম্মদ জিল্লুর রহমান নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৬৭ হাজার ৮৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির মো. আলতাফুর রহমান পেয়েছেন ২ হাজার ৬৯৮ ভোট। মোট ৪০ শতাংশ ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
মোহাম্মদ জিল্লুর রহমান মৌলভীবাজারে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, মৌলভীবাজার ও রাজনগরের আন্তঃমহাসড়ক চারলেনে উন্নীতকরণ, মৌলভীবাজার শহর বাইপাস ও নতুন মনু সেতু, কাউয়াদিঘি হাওরের উন্নয়ন, মনু নদীর ভাঙন থেকে রক্ষাসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এসব প্রতিশ্রুতি পেয়ে ভোটাররাও বেশ খুশি হয়েছিলেন।
মৌলভীবাজার-৩ আসনে বিপুল ভোটে বিজয়ী জিল্লুর রহমান
মৌলভীবাজার-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, আমাদের একটা টিম গত তিন মাস মৌলভীবাজার ও রাজনগরের প্রতিটি ওয়ার্ডে গিয়ে খোঁজ নিয়েছে কার কী লাগবে। আমরা সেভাবেই উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছি। মৌলভীবাজার-৩ আসনকে দেশের অন্যতম স্মার্ট এলাকা হিসেবে গড়ব।
তিনি বলেন, আমি একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছি। সেই লক্ষ্যেই কাজ করব। উন্নয়নের ক্ষেত্রে আমি কোনো দলমত দেখব না। আমার একটা অফিস থাকবে সেখানে সবশ্রেণির মানুষ নির্দ্বিধায় যেতে পারবে। আর মানুষ যেটা চাইবে তাদের চাওয়াকে মূল্যায়ন করে আমি সবাইকে সঙ্গে নিয়ে আগামীতে কাজ করব। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ।
উপদেষ্টা সম্পাদক :ড. আজিজুল আম্বিয়া।
আইন উপদেষ্টা:ব্যারিস্টার শেখ সামিউল ইসলাম জুয়েল।
প্রধান সম্পাদক: সাবিনা আক্তার।
সম্পাদক: শরীফ আহমেদ।
নির্বাহী সম্পাদক:আব্দুল হাকিম রুবেল।
ম্যানেজিং এডিটর: কাজী আমিনা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: রহমানিয়া ইন্টা:কমপ্লেক্স(তৃতীয় তলা) টয়েনবি সার্কুলার রোড,মতিঝিল ঢাকা -১০০০।
ইমেইল:info@dailyjanapodprotidin.com
মোবাইল:০১৭১০০৩৯৭৬০
Design by Raytahost