স্বতন্ত্র প্রার্থীরাই আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বি

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪

স্বতন্ত্র প্রার্থীরাই আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বি

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা বিভিন্ন স্থানে অত্যন্ত ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বি হিসেবে আবিভূত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এখন পর্যন্ত নির্বাচনের প্রাপ্ত ফলাফল গুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে, ১০৮ আসনে স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ পর্যন্ত বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থীরা মোট ১২ টি আসনে বিজয়ী হয়েছে।

সুনামগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী জয়া সেন গুপ্ত বিজয়ী হয়েছেন। ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ. কে আজাদ এগিয়ে রয়েছেন। বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছেন নিক্সন চৌধুরী। এছাড়াও রাজশাহী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি মার্কা নিয়ে ১৪ দলের প্রার্থী ফজলে হোসেন বাদশাকে পরাজিত করেছেন স্বতন্ত্র প্রার্থী আরেক বাদশা।

বিভিন্ন স্থানের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে, এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীরাই আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বি হিসেবে আবিভূত হয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ