ঢাকা ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৪
গাজার বেশ কয়েকটি হাসপাতালে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী।সবকটিতেই হামাসের ঘাঁটির প্রমাণ পেয়েছে তারা। কিন্তু সব কিছু দেখেও অন্ধ হয়ে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরকমই একরাশ অভিযোগ নিয়ে জাতিসংঘের দ্বারস্থ হয়েছিলেন ইসরাইলের রাষ্ট্রদূত। কিন্তু ইসরাইলের সব অভিযোগ নস্যাৎ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, এই জাতীয় মিথ্যা দাবিগুলি ক্ষতিকারক এবং বিশ্বব্যাপী সংস্থার কর্মীদের বিপদে ফেলতে পারে যারা দুর্বলদের সেবা করার জন্য তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে । ইসরাইলের রাষ্ট্রদূত মেরাভ ইলন শাহার হামাস গোষ্ঠীগুলির দ্বারা গাজা উপত্যকায় হাসপাতাল ব্যবহারের বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের দেয়া প্রমাণগুলিকে উপস্থাপন করার একদিন পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অবস্থান স্পষ্ট করলেন হু – এর মহাপরিচালক। ইসরাইলি রাষ্ট্রদূত ডব্লিউএইচওকে ইসরাইলি কর্তৃপক্ষের দেয়া প্রমাণগুলি উপেক্ষা করার জন্য অভিযুক্ত করেছেন, গাজা উপত্যকার হাসপাতালগুলি থেকে হামাস যোদ্ধাগোষ্ঠীর মানব ঢাল ব্যবহার করার প্রমাণও উপেক্ষা করেছে। শাহার দাবি করেছেন যে গাজার হাসপাতালগুলিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অনুসন্ধান অভিযানের ফলে যোদ্ধা গোষ্ঠীগুলির দ্বারা এই জাতীয় হাসপাতালগুলি ব্যবহারের প্রমাণ পুনরুদ্ধার করা হয়েছে। এক্স-এ একটি পোস্টে টেড্রোস লিখেছেন, ” হু সবসময় মানুষের স্বাস্থ্য ও কল্যাণের জন্য কাজ করে। ইসরাইল যে অভিযোগগুলো জানাচ্ছে তা সত্য নয়।
উপদেষ্টা সম্পাদক :ড. আজিজুল আম্বিয়া।
আইন উপদেষ্টা:ব্যারিস্টার শেখ সামিউল ইসলাম জুয়েল।
প্রধান সম্পাদক: সাবিনা আক্তার।
সম্পাদক: শরীফ আহমেদ।
নির্বাহী সম্পাদক:আব্দুল হাকিম রুবেল।
ম্যানেজিং এডিটর: কাজী আমিনা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: রহমানিয়া ইন্টা:কমপ্লেক্স(তৃতীয় তলা) টয়েনবি সার্কুলার রোড,মতিঝিল ঢাকা -১০০০।
ইমেইল:info@dailyjanapodprotidin.com
মোবাইল:০১৭১০০৩৯৭৬০
Design by Raytahost