ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪
গাজা যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বেশ উত্তপ্ত। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গত সোমবার সিরিয়ায় একটি ইরানি দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি এই হামলার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে পাল্টা হামলার প্রস্তুতি শুরু করেছে ইরান। শুধু তাই নয়, এই ঘটনা থেকে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে দূরে থাকতে পর্যন্ত বলেছে তেহরান। খবর এনডিটিভির।
এক এক্সবার্তায় ইরানের প্রেসিডেন্টের রাজনীতি বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশিদি লিখেছেন, যুক্তরাষ্ট্রের কাছে একটি লিখিত বার্তা পাঠিয়েছে ইরান। সেখানে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফাঁদে পা না দেওয়ার বিষয়ে সতর্ক করেছে তেহরান। ইরানি হামলার শিকার না হতে দুই দেশের এই দ্বন্দ্ব থেকে যুক্তরাষ্ট্রের দূরে থাকা উচিত বলেই মনে করে ইরান।
এই চিঠির জবাবে যুক্তরাষ্ট্র ইরানকে মার্কিন স্থাপনায় হামলা না করার আহ্বান জানিয়েছে বলে দাবি করেছেন জামশিদি। অবশ্য এই বিষয়ে এখানো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
তবে একটি অজ্ঞাত সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আমেরিকা উচ্চসতর্ক অবস্থায় রয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বা আমেরিকান স্থাপনায় ইরান বড় ধরনের হামলা করতে পারে, এমন সম্ভাবনা থেকে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন উদ্বিগ্ন যে এবার ইসরায়েলের ভেতরে যে কোনো ধরনের হামলা হতে পারে। বিশেষ করে এবারের হামলা বেসামরিক মানুষের পরিবর্তে ইসরায়েলি সামরিক বা গোয়েন্দা স্থাপনায় হতে পারে।
গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত সাতজন ইরানি নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দুজন জেনারেলও ছিলেন। এই হামলার পর পর চিরশত্রু ইসরায়েলকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
তবে এই পাল্টা জবাব কখন দেওয়া হবে, তা স্পষ্ট নয়। এমনকি ইরান সরাসরি ইসরায়েলে আক্রমণ করবে না কি হিজবুল্লাহর মতো প্রক্সি গ্রুপ দিয়ে হামলা করাবে তা-ও স্পষ্ট নয়।
এ দিকে ইরানের সম্ভাব্য হামলা ঘিরে উচ্চ সতর্কতায় আছে ইসরায়েলও। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সব যোদ্ধা ইউনিটের ছুটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক :ড. আজিজুল আম্বিয়া।
আইন উপদেষ্টা:ব্যারিস্টার শেখ সামিউল ইসলাম জুয়েল।
প্রধান সম্পাদক: সাবিনা আক্তার।
সম্পাদক: শরীফ আহমেদ।
নির্বাহী সম্পাদক:আব্দুল হাকিম রুবেল।
ম্যানেজিং এডিটর: কাজী আমিনা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: রহমানিয়া ইন্টা:কমপ্লেক্স(তৃতীয় তলা) টয়েনবি সার্কুলার রোড,মতিঝিল ঢাকা -১০০০।
ইমেইল:info@dailyjanapodprotidin.com
মোবাইল:০১৭১০০৩৯৭৬০
Design by Raytahost