প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলা শহরে ঈদ উল ফিতরে শাহী ঈদগাহে পৃথক ৩ টি জামায়াতে নামাজ অনুষ্ঠিত হবে

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪

প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলা শহরে  ঈদ উল ফিতরে শাহী ঈদগাহে পৃথক ৩ টি  জামায়াতে নামাজ অনুষ্ঠিত হবে

সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম: মৌলভীবাজার।

প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলা শহরে আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের পৃথকভাবে ৩ টি নামাজ হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহঃ) পৌর ঈদগাহে অনুষ্ঠিত হবে।
ঈদগাহ এবং পৌর কতৃপক্ষ কমিটি পৃথক জামায়াতে সময়সূচী ১ম জামায়াত : সকাল ৬▪৩০ মিনিটে, ইমামের দায়িত্ব পালন করবেন জনাব হযরত শাহ মোস্তফা টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওঃ মোহাম্মদ শামসুল ইসলাম, ইমাম জেলা জামে মাসজিদ। সানী ইমামের দায়িত্ব পালন করবেন মাওঃ হাম্মাদ বিল্লাহ, ইমাম দর্জির মহল জামে মাসজিদ।
২য় জামায়াত সকাল ৭▪৩০ মিনিটে, ইমামের দায়িত্ব পালন করবেন মাওঃ মুহিবুর রহমান, খতিব পশ্চিম বাজার জামে মাসজিদ, সানী ইমামের দায়িত্ব পালন করবেন মাওঃ মোহাম্মদ মকবুল হোসাইন খাঁন, খতিব উত্তর কলিমাবাদ জামে মাসজিদ।
৩য় জামায়াত সকাল ৮▪৩০ মিনিটে, ইমামের দায়িত্ব পালন করবেন মাওঃ মুফতি হিফজুর রহমান, খতিব পূর্ব ধরকাপন জামে মাসজিদ, সানী ইমামের দায়িত্ব পালন করবেন মাওঃ মুজাম্মেল হক, ইমাম শান্তিবাগ জামে মাসজিদ।
পবিত্র ঈদের আনন্দ উপভোগ্য এবং বৈচিত্র্যময় করতে পৌরসভার উদ্যোগে ঈদগাহ প্রাংগনকে বর্নিল সাজে সজ্জিত করার কাজ চলছে।
এ ব্যাপারে পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান বলেন মৌলভীবাজার শাহী ঈদগাহে পৃথক জামাতে অনেক প্রবাসী স্ব পরিবারে দেশে ঈদ উদযাপন করতে আসেন এছাড়া পৌরবাসী,শহরতলী এবং দুর দুরান্ত থেকে ধর্মপ্রান মুসলমান নামাজ পড়তে আসেন।পৌরসভা এবং জেলা প্রশাসন সৌন্দর্য, নিরাপত্তা – শৃংখলা বজায় রাখতে কাজ করছে।

M

এ সংক্রান্ত আরও সংবাদ