ঢামেকে বাবার কোল থেকে নবজাতক নিয়ে পলাতক নারী

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুন ৪, ২০২৪

ঢামেকে বাবার কোল থেকে নবজাতক নিয়ে পলাতক নারী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি বিভাগ থেকে এক নবজাতককে চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ মে) দুপুরে হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নবজাতকের বাবা শরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তাদের বাড়ি কুষ্টিয়ার কুমারখালি উপজেলার আদাবাড়ি গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ২১২ নম্বর লেবার ওয়ার্ডে আজ সকালে সিজারিয়ান অপারেশনে দুটি জমজ মেয়ে সন্তানের জন্ম দেন এক নারী। জন্মের পর নবজাতকরা তাদের দাদি ও বাবার কোলে ছিল।

তিনি জানান, একপর্যায়ে সবুজ রঙের বোরকা পরা এক নারী নবজাতকদের স্বজনদের সাথে সখ্যতা গড়ে তোলেন এবং বাবার কোল থেকে একটি নবজাতক কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান। নবজাতকটি উদ্ধারে হাসপাতালের সিসি ক্যামেরা বিশ্লেষণ করা হচ্ছে।

স্বজনরা জানান, শরিফুল ও সুখী আক্তার দম্পতি ঢাকা ধামরাই উপজেলার কালামপুর এলাকায় থাকেন। তার পরিবার গতকাল সুখীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আজ সকালে সিজারিয়ান অপারেশনে জমজ মেয়ে সন্তানের জন্ম দেন সুখী। মেজবা (৮) নামে তাদের একটি ছেলে সন্তানও রয়েছে।

নবজাতকের দাদি হাসিনা বেগম জানান, সবুজ রংয়ের বোরকা পরা একটি মহিলা ২১২ ওয়ার্ডে প্রবেশ পথের বারান্দায় এসে তার সাথে গল্প জুড়ে দেয়। একপর্যায়ে তাদের বাবার কোল থেকে একটি সন্তান নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাসপাতালের লেবার ওয়ার্ডে ভূমিষ্ঠ হওয়া একটি নবজাতককে তার স্বজনরা খুঁজে পাচ্ছে না। আমরা হাসপাতালের সিসিটিভির ফুটেজ দেখার পাশাপাশি পুলিশ প্রশাসন ও অন্যান্য সবাই এ বিষয়ে কাজ করছে। বিস্তারিত পরে জানানো যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ