শূন্যের ‘চূড়ায়’ সরকার

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, জুন ৮, ২০২৪

শূন্যের ‘চূড়ায়’ সরকার

আজ দারুণ এক কীর্তি করে বসেছেন সৌম্য সরকার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ‘ডাক’ বা শূন্য রানের অধিকারী এখন তিনি। আজ শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ শুরুর ম্যাচে লজ্জার এ কীর্তি গড়েন সৌম্য

ডালাসে শ্রীলঙ্কার দেওয়া ১২৫ রানের লক্ষ্য তাড়ায় ইনিংস উদ্বোধন করতে নেমেছিলেন সৌম্য। ধনঞ্জয়া ডি সিলভার করা প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই নিজের উইকেট বিলিয়ে আসেন তিনি। অহেতুক শটে মিড অনে হাসারাঙ্গার হাতে ক্যাচ তুলে দেন তিনি।

এতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ডাকের সংখ্যা গিয়ে ঠেকলো ১৩-তে। ১৩টি ডাক রয়েছে আইরিশ অধিনায়ক পল স্টার্লিংয়েরও। তবে স্টার্লিংয়ের ১৪৪ ম্যাচের বিপরীতে সৌম্যর ম্যাচসংখ্যা মাত্র ৮৪টি।

তাই লজ্জার এ কীর্তির শীর্ষস্থানে ঠাঁই পেয়েছেন সৌম্য।