ঢাকা ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৪
‘কল্কি’ ঝড় যেন থামছেই না! বছরের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে। বক্স অফিসে চালকের আসনে সিনেমাটি। ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে প্রভাস-দীপিকার কল্কি।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে প্রভাস, মুক্তির ১১তম দিনে ভারতে ৪৪ কোটি টাকা আয় করেছে সিনেমাটি।
যার মধ্যে তেলেগু থেকে ১৬.৫ কোটি ও হিন্দি সংস্করনে আয় করেছে ২২ কোটি টাকা। যার ফলে ১১ দিনে ভারতে কল্কির আয় দাঁড়িয়েছে ৫১০ কোটি টাকা।
১১ দিনে শুধুমাত্র হিন্দি সংস্করনে সিনেমাটি ২০০ কোটি আয়ের মাইলফলকও অর্জন করেছে। হিন্দিতে সিনেমাটির আয় এখন ২১২ কোটি টাকা।
এদিকে বিশ্বব্যাপী ৮৩২ কোটি আয় করে হাজার কোটি আয়ের পথে রয়েছে কল্কি। বাণিজ্য বিশ্লেষকদের মতে, শিগগিরই হাজার কোটির ক্লাবে প্রবেশ করবে প্রভাস-দীপিকা অভিনীত বিজ্ঞান কল্পকাহিনীর সিনেমাটি।
তবে শুধু বক্স অফিসই নয়, দর্শকদের কাছ থেকেও দারুণ প্রশংসা পাচ্ছে নাগ অশ্বিনের সিনেমাটি। সমালোচকরাও দিচ্ছেন বাহবা।
সিনেমার ভিএফএক্স ও চিত্রনাট্যের প্রশংসায় পঞ্চমুখ সবাই। সায়েন্স ফিকশন ও মিথলজির দারুণ সংমিশ্রণ ঘটিয়েছেন নির্মাতা নাগ আশ্বিন, এমনটাই মন্তব্য সবার মুখে মুখে।
‘কল্কি ২৮৯৮ এডি’ পরিচালনা করেছেন নাগ অশ্বিন। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, প্রমুখ। এ ছাড়া বিশেষ ক্যামিও দিয়েছেন বিজয় দেবেরকোন্ডা, দুলকার সালমান ও ম্রুনাল ঠাকুরের মতো তারকা।
উপদেষ্টা সম্পাদক :ড. আজিজুল আম্বিয়া।
আইন উপদেষ্টা:ব্যারিস্টার শেখ সামিউল ইসলাম জুয়েল।
প্রধান সম্পাদক: সাবিনা আক্তার।
সম্পাদক: শরীফ আহমেদ।
নির্বাহী সম্পাদক:আব্দুল হাকিম রুবেল।
ম্যানেজিং এডিটর: কাজী আমিনা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: রহমানিয়া ইন্টা:কমপ্লেক্স(তৃতীয় তলা) টয়েনবি সার্কুলার রোড,মতিঝিল ঢাকা -১০০০।
ইমেইল:info@dailyjanapodprotidin.com
মোবাইল:০১৭১০০৩৯৭৬০
Design by Raytahost