ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 10:53 PM, January 3, 2026
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন স্মরণে নাগরিক শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ০৩ জানুয়ারি মৌলভাবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ নাগরিক শোক ও স্মরণ সভা পরিচালনা কমিটি এই আয়োজন করে। মৃৎনাট্যের সিইও শাহীন ইকবাল এর সঞ্চালনায় ও এম খসরু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান।
বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার জামাল উদ্দিন আহমদ, আয়কর উপদেষ্টা বদরুল হোসেন, মুরারীচাঁদ কলেজের সহকারী অধ্যাপক অঘ্রাতা সৌরভ।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন সমরু, সজল চক্রবর্তী, সাংবাদিক সরোয়ার আহমদ, পরিবেশ কর্মী অধ্যক্ষ মোঃ ইকবাল, নাট্যজন খালেদ চৌধুরী, আহসান উদ্দিন সুইট, এড. কৃষ্ণপদ দেব, কবি মহিদুর রহমান, কবি মুজাহিদুর রহমান, কবি অসিত দেব, পুলক কান্তি ধর, শিক্ষিকা তাসনিম চৌধুরী, সাবেক ছাত্র নেতা শাহাদাৎ হোসেন, অধ্যক্ষ কামাল আহমদ, অধ্যক্ষ তোফায়েল আহমদ, সাংস্কৃতিক কর্মী নাজিকুল ইসলাম ভুইয়া রানা, সৈয়দ সেলিম, ছাত্র নেতা তানজিয়া শিশির, রাজিব সুত্রধর, জোতিশ মোহান্ত, মৃৎনাট্য’র সদস্য তালেব, আলো, সূচনা, জিসা, রাতুল, চাঁদ প্রমুখ।
স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন হয়নি উল্লেখ করে অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মের প্রতি মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার আহবান জানান।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost