বেঙ্গল হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশিত: 10:33 PM, January 3, 2026

বেঙ্গল হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত

 মৌলভীবাজারে শীতের সকালে সবুজ প্রকৃতির ভেতর ১০ কিলোমিটার ও ২১ কিলোমিটার বেঙ্গল কনভেনশন হল হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। পৃথক ভাবে শিশুদের জন্য ২ কিলোমিটার ম্যারাথন ছিল। মৌলভীবাজার রানার্স ক্লাব ও সাইক্লিং কমিউনিটি যৌথ আয়োজনে দেশ-বিদেশের নারী,পুরুষ ও শিশু মিলে ৮০০ দৌড়বিদ এতে অংশ নেন।

শুক্রবার ২ জানুয়ারি সকাল সাড়ে ৬টায় এম সাইফুর রহমান স্টেডিয়াম থেকে ম্যারাথন শুরু হয়। সেখান থেকে বর্ষিজোড়া পাহাড় হয়ে সোনাপুর-ইকোপার্কের সামনে দিয়ে দেওরাছড়া চা-বাগানের ভেতর দিয়ে ছয়সিড়ি দীঘি থেকে ইউটার্ন নিয়ে পূণরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিজয়ী ও অংশ গ্রহনকারীর পৃথক ৩টি গ্রুপের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,বেঙ্গল ফুডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুনিম আহমদ রিমন, মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির অ্যাডমিন ইমন আহমেদ, মৌলভীবাজার রানার্স ক্লাবের সঞ্জীব মীতৈ প্রমুখ।
শীতের সকালে কোয়াশার চাঁদরের ভেতর ম্যারাথনে অংশগ্রহনকারীরা আয়োজকদের ভূয়সি প্রশংসা করে বলেন এ ম্যারাথনে অংশগ্রহন করতে পেরে তারা খুবই আনন্দিত হয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ