শাহ মোস্তফা একাডেমীর  বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: 10:41 PM, January 3, 2026

শাহ মোস্তফা একাডেমীর  বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

শাহ মোস্তফা একাডেমীর  বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী

৩১ ডিসেম্বর বুধবার মৌলভীবাজারের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহ মোস্তাফা একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল  প্রকাশ, বার্ষিক পরীক্ষায় এ প্লাস অর্জন ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের  পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাইফুর রহমান অডিটরিয়ামে।

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো: ইয়ামীর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে অর্থসহ কুরআন তেলাওয়াত করেন তায়েফ আহমদ। ইসলামী সংগীত পরিবেশন করেন সামিউল আলিম শাহী, আলামিন রাহি, নাঈমুর ইসলাম নাহিদ, ফতে আলী নাফি, শাম্মী আক্তার জুলি, তাঁত আল আহমদ সিয়াম, সিরাজাম মুনিরা। কবিতা আবৃত্তি করেন আব্দুল্লাহ আল মাহদী, আহিম জিয়াদ, সিফাত আহমদ রিমন, আরহাম সিদ্দিক রহমান।

ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে সুন্দর উচ্চারণে ইংরেজিতে কনভারসেশন করে তানিশা জান্নাত ও তামিমা তাসনিম রহমান। ইংরেজিতে জুলাই রেভুলেশন রচনা উপস্থাপনয় দর্শক শ্রোতাদের মুগ্ধ করে  হুমায়রা তাবাসসুম রাইসা।

ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল প্রফেসর ছয়ফুল কবির চৌধুরী। শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ  প্রফেসর আব্দুল মুজিব ইম্পেরিয়াল কলেজ, মৌলভীবাজারের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশিদ, মৌলভীবাজার চ্যানেল এস হেড অফ নিউজ খালেদ চৌধুরী, আমন্ত্রিত্ব অতিথিবৃন্দ  প্রতিষ্ঠানের শিক্ষা পদ্ধতি ও ব্যবস্থাপনার প্রশংসা করে  উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণীর শেষে অনুষ্ঠানের  সমাপ্তি ঘোষনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ