বি এন পি নেতা মতিন বকশের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রকাশিত: 9:27 PM, January 4, 2026

বি এন পি নেতা মতিন বকশের স্থগিতাদেশ প্রত্যাহার

জেলা বি এন পির সাবেক সাংগঠনিক সম্পাদক মতিন বকশের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হযেছে।
গত ২২ আগষ্ট ২০২৫ দলীয় নীতিও সংগঠন পরিপন্থী কার্যকলাপের জন্য জেলা বি এন পির সাবেক সাংগঠনিক সম্পাদক মতিন বকশের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদের স্থগিতাদেশ দেয়া হয়। বি এন পির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৪ জানুয়ারী ২০২৬ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন।
উল্লেখ্য মতিন বকশ দীর্ঘদিন ধরে বি এন পির রাজনীতির সাথে জড়িত। ১৯৮৮ সালে সদর থানা যুবদলের সভাপতি,২০০১ সালে জেলা যুবদলের সম্পাদক,২০১১ সালে কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক,২০১৯ সালে জেলা বি এন পির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বিচার সালিশসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথেও জড়িত।

এ সংক্রান্ত আরও সংবাদ