আন্ত : জেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য  মিল্টন গ্রেপ্তার

প্রকাশিত: 5:08 PM, January 9, 2026

আন্ত : জেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য  মিল্টন গ্রেপ্তার

মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ অভিযানে শতাধিক আন্ত : জেলা মটরসাইকেল চোর চক্রের সদস্য ও ২৭ মামলার আসামি এবং একাধিক নামের অধিকারী মিল্টন সরকার গ্রেপ্তার। তার কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল, মাস্টার কি এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ৮ জানুয়ারি বিকেলে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এক প্রেস ব্রিফিং করে জানান, ২ জানুয়ারি দুপুরের দিকে মৌলভীবাজার সদর উপজেলার বরহাট এলাকার ‘রাজা কমপ্লেক্স’ নামক বাসার গ্যারেজ থেকে আজহারুল ইসলাম-এর মালিকানাধীন একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা রুজু করা হয়। জেলা গোয়েন্দা শাখা মামলাটি তদন্তের জন্য কার্যক্রম শুরু করে। পুলিশের সোর্স, সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে এসআই জামিল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মঙ্গলবার রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভাড়াউড়া বাগান এলাকা থেকে মিল্টন সরকার ওরফে মিল্টন কুমার সাহা ওরফে মোঃ সোহেল (৪৯) কে গ্রেফতার করা হয়।

প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের, মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনর্চাজ সুদীপ্ত শেখর ভট্টাচার্য সহ অন্যন্যরা।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তী জিজ্ঞাসাবাদে সে জানায়, মামলার চোরাই মোটরসাইকেলটি সে সিলেট জেলার এক ব্যক্তির কাছে বিক্রি করেছে। ওই মোটরসাইকেল উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে।

তার দেওয়া তথ্য মতে চোরাই মালামাল তার বর্তমান ঠিকানা মৌলভীবাজার সদর উপজেলার সরকারবাজার এলাকার মাদ্রাসা-ই দারুল মোস্তফার ভাড়া ঘরে থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায় গ্রেফতারকৃত মিল্টন সরকার একজন পেশাদার ও সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য এবং এই চক্রের অন্যতম মূল হোতা। সে দীর্ঘদিন ধরে সিলেট, চট্টগ্রাম, কুমিল্লাহ, ব্রাহ্মণবাড়ীয়া, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে তা অজ্ঞাতনামা চোরাকারবারীদের কাছে বিক্রি করে আসছিল।

দেশের বিভিন্ন থানায় ২৭টি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। মিল্টন সরকার প্রকাশ মিল্টন কুমার সাহা প্রকাশ মোঃ সোহেল (৪৯),পিতা- মৃত হারাধন সরকার প্রকাশ হারাধন সাহা প্রকাশ মৃত জাকির খান,মাতা- কল্পনা সরকার প্রকাশ সুফিয়া আক্তার কল্পনা, স্থায়ী ঠিকানা-সাং পশ্চিম কান্দাপাড়া (সেবা সংঘ মাঠের পিছনের বাড়ি), থানা—-নরসিংদী সদর, জেলা— নরসিংদী। বর্তমান ঠিকানা- ভৈরবপুর (উত্তর পাড়া, দানিস মঞ্জিল, প্র:দায়েন্স-এর বাড়ি, ওয়ার্ড নং-২, চন্ডিবেড ইউপি), থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ।

পুলিশ জানায় সে নানা স্থানে নানা নাম পরিচয় ও ঠিকানা ব্যবহার করে প্রায় শতাধিক মোটরসাইকেল চুরি করে বলে সে জানায়।

এ সংক্রান্ত আরও সংবাদ