২২ জানুয়ারি মৌলভীবাজারে আসছেন তারেক রহমান, মাঠ পরিদর্শনে জেলা বিএনপি

প্রকাশিত: 8:47 AM, January 13, 2026

২২ জানুয়ারি মৌলভীবাজারে আসছেন তারেক রহমান, মাঠ পরিদর্শনে জেলা বিএনপি

২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। আর বিএনপির এই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে সিলেট থেকে। ২২ জানুয়ারি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মৌলভীবাজার সফরে আসবেন।

রোববার (১১ জানুয়ারি) বিকালে জনসভার ভেন্যু পরিদর্শন করেন মৌলভীবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দরা।

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো: ফয়জুল করিম ময়ূন জানান, সম্ভাব্য তারিখ রয়েছে ২২ জানুয়ারি ঐদিন বিকালে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এর আগের স্থান ছিল মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়। এটি বাতিল করা হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব মো: আব্দুর রহিম রিপন জানান, এর আগে তিনি হযরত শাহাজলাল ও হযরত শাহপরাণ (র.) এর মাজার শরিফ জিয়ারত করবেন। এবং পরে সিলেটের ঐতিহসাকি আলিয়া মাদরাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

তিনি আরোও জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপি সার্বিক কার্যক্রম হাতে নিয়েছে। এই সভার মাধ্যমেই আনষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।

পরিদর্শনে যান মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মতিন বকস, খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, কানাডা বিএনপির উপদেষ্টা আব্দুল মুহিত, ২নং মনুমূখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক শেফুল, ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ মোহাম্মাদ সিরাজ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, শেখ শাহাব উদ্দিন, আবুল হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ সাহেদ ও মাজহারুল ইসলাম রকি, জেলা কৃষক দলের সদস্য সজলু তালুকদার, মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোফাদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ, মুজিবুর রহমান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ