ঢাকা ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জুন ৩০, ২০২১
আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক হলিডে। এদিন ব্যাংক খোলা থাকলেও কোনও লেনদেন হবে না। তবে রবিবার (৪ জুলাই) থেকে যথারীতি ব্যাংক খোলা থাকবে। সেক্ষেত্রে লেনদেন হবে সীমিত আকারে।
বুধবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ব্যাংক খোলা থাকবে। তবে লেনদেন হবে বেলা দেড়টা পর্যন্ত। সপ্তাহের শুক্র-শনিবার ছাড়াও রবিবার ব্যাংক বন্ধ থাকতে পারে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল পৌনে ৪টা ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করেনি। সার্কুলার জারি হতে আরও সময় লাগবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, ‘ব্যাংক খোলা থাকবে, তবে সময় এখনকার চেয়ে একটু কমিয়ে আনা হবে। ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান শাখাগুলো সাড়ে তিনটা পর্যন্ত খোলা থাকবে।’
প্রসঙ্গত, ১ জুলাই থেকে দেশজুড়ে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার।
উপদেষ্টা সম্পাদক :ড. আজিজুল আম্বিয়া।
আইন উপদেষ্টা:ব্যারিস্টার শেখ সামিউল ইসলাম জুয়েল।
প্রধান সম্পাদক: সাবিনা আক্তার।
সম্পাদক: শরীফ আহমেদ।
নির্বাহী সম্পাদক:আব্দুল হাকিম রুবেল।
ম্যানেজিং এডিটর: কাজী আমিনা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: রহমানিয়া ইন্টা:কমপ্লেক্স(তৃতীয় তলা) টয়েনবি সার্কুলার রোড,মতিঝিল ঢাকা -১০০০।
ইমেইল:info@dailyjanapodprotidin.com
মোবাইল:০১৭১০০৩৯৭৬০
Design by Raytahost