ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২২
আর্ত মানবতার সেবা’র প্রত্যয়ে দীর্ঘদিন একসাথে কাজ করা ক্লাব বন্ধুরা সেবা’র লক্ষ্যে দেশে বিদেশের বন্ধুদের সমন্বয়ে আবার মানুষের সেবায় কাজ করছেন।
অন্যরকম তৃপ্তি এবং স্রষ্টার সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টার লড়াই চলছে,যেখানে সবাইকে এক ছায়াতলে কাজ করতে দূর দেশের কোনও বাঁধা যেনো বাঁধ সাধেনা।
সম্প্রতি সিলেট বিভাগের বন্যার আক্রান্ত বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়েছেন সেই এক্স রোটারেক্ট ক্লাব বন্ধুরা।
বুধবার (৬ জুন) মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ঘরে ঘরে আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হয়।
এক্স রোটার্যাক্ট অপুর সহায়াতায় এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত ও কান্দিগাঁও উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র সহ ৫০টি পরিবারকে ৫০ হাজার টাকা নগদ টাকা দেওয়া হয়েছে ।
কান্দিগাঁও উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের হাসনা বানু বলেন, আমরা ১৫ দিন আশ্রয় কেন্দ্রেই আছি বাড়িতে এখনও পানি। সামনে ঈদ এই টাকা আমাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে ।
প্রোগ্রাম চেয়ারম্যান সৈয়দ ইতহাফুর রহমান ফারাবি ও এক্স রোটার্যাক্টরস্ গ্রুপ অব মৌলভীবাজার সভাপতি সৈয়দ বদরুল হক টিটু, সাধারণ সম্পাদক সায়েমুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা সাহদাৎ হোসেন, এনামুল হক তুসার, সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম, কো-চেয়ারম্যান জাহানগীর হোসেন, কো-চেয়ারম্যান সুমন আহমদ, সদস্য সৌমিত্র দেব প্রমূখ।
এক্স রোটার্যাক্টরস্ গ্রুপ অব মৌলভীবাজার সভাপতি সৈয়দ বদরুল হক টিটু বলেন, এ এলাকায় এখনও পানিবন্দি মানুষ। আমরা নিজে ঘরে ঘরে আর্থিক সহায়তা পৌচ্ছে দিয়েছি। নগদ অর্থ এই জন্য দিয়েছি সামনে ঈদ। এ ঈদে যেন কিছুটা আনন্দ উপভোগ করতে পারেন। তাদের ঈদের এ আনন্দে আমাদের ছোট উপহার। ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের প্রবাসী বন্ধুদের যাদের জন্য আমারা এটা করতে পেরেছি।
উপদেষ্টা সম্পাদক :ড. আজিজুল আম্বিয়া।
আইন উপদেষ্টা:ব্যারিস্টার শেখ সামিউল ইসলাম জুয়েল।
প্রধান সম্পাদক: সাবিনা আক্তার।
সম্পাদক: শরীফ আহমেদ।
নির্বাহী সম্পাদক:আব্দুল হাকিম রুবেল।
ম্যানেজিং এডিটর: কাজী আমিনা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: রহমানিয়া ইন্টা:কমপ্লেক্স(তৃতীয় তলা) টয়েনবি সার্কুলার রোড,মতিঝিল ঢাকা -১০০০।
ইমেইল:info@dailyjanapodprotidin.com
মোবাইল:০১৭১০০৩৯৭৬০
Design by Raytahost