বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা

প্রকাশিত: 5:01 PM, January 14, 2026

বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা

মৌলভীবাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভাগীয় পর্যায়ের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।।

মঙ্গলবার (১৩ জানুয়ারি)  শিল্পকলা একাডেমি হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জনাব জাকারিয়া,।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (উপসচিব) অমিতাভ মন্ডল,জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন,সির্ভিল সার্জন প্রতিনিধি বর্নালী পাল।

নিরাপদ খাদ্য অফিসার মোঃ শাকিব হোসাইন এর সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চেম্বার অফ কমার্স, ব্যবসায়ী প্রতিনিধিগণ, শিক্ষক,গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনে আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা বলেন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এ সংক্রান্ত আরও সংবাদ