ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:10 PM, January 14, 2026
৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহি (রহ.) এর ৬৮৫তম ওরস মোবারক ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতি বছরের বাংলা সনের ১লা মাঘ এই উরুস অনুষ্ঠিত হয়।
ওরস উদযাপন কমিটির সদস্য সচিব জাকির হোসেন উজ্জ্বল জানান, আজ ১৪ জানুয়ারি বুধবার বাদ আসর মিলাদ মাহফিল, গরু জবাই ও বাদ এশা জিকির আজকার অনুষ্ঠিত হবে দরগাহ প্রাঙ্গণে। পরদিন বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি সকাল সাড়ে ৯টায় মাজারে গিলাফ চড়ানো, জিকির আজগার, বাদ জোহর মিলাদ মাহফিল এবং বাদ এশা আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে দুই দিনব্যাপী চলা ওরসের কার্যক্রম শেষ হবে। তিনি সুশৃঙ্খলভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন, ভক্ত ও আশিকানসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চান তিনি।
প্রতিবছরই উরুসকে ঘিরে শহরের শাহ মোস্তফা সড়কসহ আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে মেলায় দোকান বসে। বিরাজ করে উৎসবের আমেজ। মেলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি কুটির শিল্প সামগ্রী, গয়না, শিশুদের নানা ধরনের খেলনা, নানান জাতের খই, তিলওয়া, বাতেশা সহ খাবারের দোকান বসে। দরগাহ প্রাঙ্গণসহ আশপাশের এলাকা জুড়ে দুই-তিনদিন আগে থেকেই মেলার আয়োজন করা হয়ে থাকে।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, উরুস ও মেলার সার্বিক নিরাপত্তার বিষয়ে, মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভক্ত, অনুরাগীরা ও মেলায় আসা দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রশাসন, মাজার ও ওরস পরিচালনা কমিটির পক্ষ থেকে মাজার প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। সার্বিক নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় নানা সামগ্রী নিয়ে দোকানিরা পসরা সাজিয়েছেন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost